ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ কোর্টনি ওয়ালশ মনে করেন, ব্যাটসম্যানরা ইতিবাচক ব্যাটিং করলে চট্টগ্রাম টেস্টের ফল বাংলাদেশের পক্ষে আসতে পারে।
প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ড ক্রিকেট দল ২৭৩ রানে এগিয়ে আছে। ২ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে সফরকারীরা। ইংলিশদের ৩০০ রানের মধ্যে আটকাতে পারলে জয়ের সম্ভাবনা দেখছেন ওয়ালশ। এজন্য ব্যাটসম্যানদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি বোলার।
ওয়ালশ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদেরকে ইতিবাচক খেলতে হবে। দেখে, শুনে, বুঝে খেলতে হবে। বাজে বল শাসন করতে হবে। আমরা যদি দুই কিংবা তিনটি ভালো জুটি করতে পারি তাহলে আমাদের ভালো সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য ওদেরকে ৩০০ রানের ভেতরে আটকে দেওয়া। কাজটা সহজ হবে না, কিন্তু আমাদের ম্যাচ জয়ের বিস্তৃত সুযোগ আছে।’
রান তাড়া করে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। তবে চতুর্থ ইনিংসে চার শতাধিক রান করার রেকর্ডও আছে বাংলাদেশের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩১ রান করেছে ইংল্যান্ডের বিপক্ষে এই চট্টগ্রামেই। ২০১০ সালে চট্টগ্রামেই ৫১৩ রান তাড়া করতে নেমে ১৮১ রানে হারে বাংলাদেশ। ব্যাট হাতে জুনায়েদ সিদ্দিকী ১০৬ ও মুশফিকুর রহিম ৯৫ রান করেন।