ইতোমধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল আছে

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, ‘বনানীর নিখোঁজ তিন তরুণ কোথায় আছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই তাদের অবস্থান জানা যাবে। তবে তারা যে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে।’

এবারের ঈদকে সামনে রেখে কোনো ধরনের জঙ্গি হামলার হুমকি বা আশঙ্কা সেই। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

শুক্রবার রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘ইতোমধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল আছে। ঈদ উপলক্ষে পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ নিরাপত্তা আরও নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ যাতে শান্তিতে ঈদ উদযাপন করতে পারে সেজন্যই এ ব্যবস্থা।’

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।