ইনজুরিতে আইপিএল শেষ হলো রাহুলের

ক্রীড়া ডেস্ক : বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে নেমে কাঁধে চোট পেয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। সদ্য পাওয়া এ চোটের কারণে সার্জারীর জন্য লন্ডনে যেতে হবে তাকে। ফলে আইপিএলের এবারের আসর মিস করবেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এ ব্যাটসম্যান।

পাঁচ সপ্তাহ আগে বাম কাঁধে চোট পেয়েছিল রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে চোট পেলেও ব্যাথা নিয়েই সিরিজের বাকি ম্যাচগুলো চালিয়ে যান তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ফিফটি করেছিলেন রাহুল। ওই সময়েই কাধে ব্যাথার কথা জানিয়েছিলেন তিনি। সব মিলিয়ে শেষ সাত ইনিংসে ছয়টি হাফ সেঞ্চুরি এসেছে ২৫ বছর বয়সি এ ব্যাটসম্যানের কাছ থেকে।

বিরাট কোহলির পর এবার লোকেশ রাহুলই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর ইনজুরিগ্রস্ত ব্যাটসম্যান। আইপিএল শুরুর কয়েক সপ্তাহে আগেই তাদের এমন ইনজুরিতে শঙ্কিত দলটির ভক্তরা। গতবার বেঙ্গালুরুর হয়ে তৃতীয় সর্বোচ্চ রান ছিল রাহুলের। কোহলি ও ডি ভিলিয়ার্সের পর ১২ ইনিংসে রাহুলের রান ছিল ৩৯৭ রান।