ইনজুরির মিছিলে টাইগারা

ইনজুরির মিছিলে বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম, মুস্তাফিজ, তাসকিন এবং লিটন। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে তাদের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ে সফরের আগেই তাদের সুস্থ হওয়ার আশা চিকিৎসক দেবাশিষ চৌধুরীর। বায়োবাবলের কঠোর নিয়মে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। বিশ্রামের আবেদন করলে বিবেচনা করা হবে বলে আশ্বাস ক্রিকেট বোর্ডের।

ক্রিকেটারদের ডিপিএল বন্ধ করলেই আসছে না কোনো সমাধান। কারণ, মাত্র দুই সপ্তাহের ব্যবধানেই জিম্বাবুয়েতে উড়াল দেবে দল। যদিও ইনজুরি নিয়ে শঙ্কা দেখছেন না বিসিবির চিকিৎসক।

করোনা মহামারির মাঝে ক্রিকেটে যোগ হয়েছে নতুন এক উৎপাত। তা হলো-বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়।

অর্থাৎ, সিরিজ চলাকালীন স্বাভাবিক দুনিয়া থেকে আলাদা এক জীবনযাপন করতে হয় ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ সংশ্লিষ্ট সবার। দিনে দিনে এই বায়োবাবলই এখন গলার কাঁটা ক্রিকেটারদের কাছে।