ইনস্টাগ্রামে বিয়ন্সের যমজ সন্তানের ছবি

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রামে যমজ সন্তানের ছবি পোস্ট করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে নোয়েলস। শুক্রবার (১৪ জুলাই) প্রথমবারের মতো যমজ সন্তান স্যার কার্টার ও রুমির ছবি পোস্ট করেছেন এ পপ তারকা। ছবির ক্যাপশনে সন্তানদের বয়স এক মাস পূর্ণ হয়েছে বলে জানান এ গায়িকা।

এর আগে গত জুনে যমজ সন্তানের জন্ম দেন বিয়ন্সে। লস অ্যাঞ্জেলেসের রোনাল্ড রেগান ইউসিএলঅ্যা মেডিক্যাল সেন্টারে তার সন্তানদের জন্ম হয়। প্রাইভেসি ঠিক রাখতে হাসপাতালের পুরো ফ্লোর রিজার্ভ করেছিলেন বিয়ন্সে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো মা-বাবা হওয়ার স্বাদ পেয়েছেন বিয়ন্সে-জে জেড দম্পতি।

যমজ সন্তানের জন্মের পর বিষয়টি গোপন রেখেছিলেন বিয়ন্সে। পরবর্তীতে এ গায়িকার বাবা ম্যাথিউ নোয়েলস ১৮ জুন ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। কিন্তু বিয়ন্সের দেয়া তথ্য মতে, ধারণা করা হচ্ছে, তার যমজ সন্তানের জন্ম হয়েছে ১৩ জুন।

মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম ক্ষমতাধর নারী বিয়ন্সে। গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে গর্ভাবস্থার একটি ছবি পোস্ট করে গর্ভবতী হওয়ার বিষয়টি জানান তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা তার ছবিটিতে মাত্র ২৪ ঘণ্টায় ৮ মিলিয়ন লাইক পড়েছিল। যা ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি।

তার দুই সপ্তাহ পর গর্ভাবস্থাতেই লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডে পারফর্ম করেন বিয়ন্সে। সেখানে গর্ব সহকারেই নিজের মা হওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন তিনি। এরপর নানা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ভাবস্থার ছবি পোস্ট করেছেন তিনি। যমজ সন্তান ছাড়াও ব্লু আইভি নামে একটি মেয়ে রয়েছে বিয়ন্সের।