ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন

ইন্তেকাল করেছেন লামা পৌর আ’লীগের নেতা তাজুল ইসলাম

জেলা প্রতিবেদকঃ বান্দরবানের লামা পৌর আওয়ামী লীগের নেতা তাজুল ইসলাম (৪৬) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাজুল ইসলাম লামা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর এলাকার রাজবাড়ী গ্রামের বাসিন্দা মৃত হাকিম আলীর ছেলে। তিনি পৌরসভা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এবং দৈনিক একটি পত্রিকায় দীর্ঘদিন থেকে সাংবাদিকতাও করেছেন। লামা প্রেসক্লাবের আধুনিকায়নে তার বিশেষ অবদান রয়েছে।

তাজুল ইসলাম ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে গত ১৬ জুন রাতে চট্টগাম হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

গুণী এ মানুষটির মৃত্যুতে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, লামা প্রেসক্লাবের সব সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।