ইন্দোনেশিয়ায় ধর্ম অবমাননা বিক্ষোভ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী জাকার্তার নবনিযুক্ত গভর্নরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জাকার্তায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ বেশ কয়েকজন।

জাকার্তার গভর্নর হিসেবে প্রথমবারের মতো একজন চীনা বংশোদ্ভূত খ্রিষ্টানকে নিয়োগ দিয়েছে সরকার। বিরোধীদের অভিযোগ সম্প্রতি গভর্নর বাসুকি অহোক পবিত্র কোরআন শরীফের একটি আয়াত নিয়ে কৌতুক করেছেন। এ ঘটনার পর অহোকের পদত্যাগ দাবি তোলে মুসলিম সংগঠন ও বিরোধীরা।

শুক্রবার অহোকের পদত্যাগ দাবিতে জাকার্তায় বিক্ষোভ করেছে প্রায় ৫০ হাজার মানুষ। রাতে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলে পুলিশ। তবে বিক্ষোভাকারীরা এতে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে এক প্রবীন নিহত হয়েছে। এছাড়া আরো সাতজন আহত হয়েছে।

এদিকে এ ঘটনার পর অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডো। তিনি অভিযোগ করেছেন, এটি নিয়ে রাজনীতি করা হচ্ছে। পরিস্থিতি অশান্ত করতে‘রাজনৈতিক কূটচাল’ করা হচ্ছে।