আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছে একজন, ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি।
ধসে পড়া ভবন ও স্থাপনার নিচে অনেক মানুষ আটকা পড়েছে। তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।
বুধবার সুমাত্রা দ্বীপের সেউলেউট শহরের কাছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।
২০০৪ সালে সাগরতলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে শুধু আচেহ প্রদেশে মারা যায় প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। ফলে এখানকার মানুষ ভূমিকম্প আতঙ্কে ভোগে।
স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩ মিনিটে ভূমিকম্প হয়। আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে পালায়। খোলা জায়গায় ও রাস্তায় আশ্রয় নিয়েছে বহু মানুষ।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।