জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন। পরে তারা দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন।
ইন্দোনেশিয়ার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে ইন্দোনেশিয়ার কনস্যুলার দেওয়ান্তটো প্রাইও লেনসুমিও।
আলেম-ওলামাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। উপস্থিত ছিলেন মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক জোবায়ের আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মা’রূফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ডা. খিজির হায়াত খান প্রমুখ।
ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল জঙ্গিবাদ ও চরমপন্থা দমনে বাংলাদেশের সাফল্য, হালাল খাদ্য ও পণ্যের সনদপত্র প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, মসজিদভিত্তিক শিশুশিক্ষা ও ইজতেমা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন।
জবাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সরকারের পদক্ষেপের কারণে জঙ্গি ও সন্ত্রাসবাদ কমে এসেছে।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এদেশের আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবী করিম (সা.) এর প্রকৃত ইসলামের দাওয়াত থেকে দূরে সরে গিয়ে বিকৃত শিক্ষা ও দাওয়াতের বিকৃতির মাধ্যমে বিশ্ব শান্তির বিঘ্ন ঘটছে।’ ইসলামিক স্টেট ও মুসলিম স্টেট নামে যে নতুন ধারণা এসেছে তার সঙ্গে কোরআন-হাদিসের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন ফাউন্ডেশনের ডিজি।
এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতায় পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়া সরকারের প্রতি আহ্বান জানান তিনি।