আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে ১৭ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটিতে করে ৯৩ জন অভিবাসী শ্রমিক মালয়েশিয়ার দক্ষিণের শহর জহর থেকে ইন্দোনেশিয়ার বাটাম আইল্যান্ডে যাচ্ছিলেন।বিশাল ঢেউ ও প্রবল বাতাসের ধাক্কায় নৌকাটির সঙ্গে প্রবল প্রাচীরের সংঘর্ষ হয়। এতে নৌকটি ডুবে যায়। উদ্ধারকারীরা ৩৯ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান চলছে।
নৌকাটির যাত্রী জয়নুল আরিফিন জানিয়েছেন, তিনি মালয়েশিয়ায় একটি পামক্ষেতে কাজ করতেন। নৌকায় যখন পানি উঠতে শুরু করেছিল তখন তিনি পেছনে বসা ছিলেন।
তিনি বলেন, ‘আমি লাফ দিয়ে নৌকা থেকে নেমে যাই এবং সাতরাতে শুরু করি।