ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সামবাওয়া দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। স্থানীয় সময় শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটে এটি আঘাত হেনেছে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাবা শহর থেকে ৭১ কিলোমিটার দক্ষিণে। সমুদ্র সমতল থেকে এর গভীরতা ছিল ৭২ কিলোমিটার।

হামবালা এলাকার বাসিন্দা জুনায়েদি গারিব বলেন, ‘কম্পনটি দীর্ঘসময় অনুভূত হয়েছে। অনেকে তখন মাত্র ঘুম থেকে উঠেছে । কম্পনের সময় তারা দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করে।’

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তারা খোঁজখবর নিচ্ছেন।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবন দেশ। প্রশান্তমহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে এই দেশটির অবস্থান। গত ৭ ডিসেম্বর দেশটির আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।