ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দিনগত রাতে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন।
খবরে বলা হয়েছে, সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে এখন পর‌্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিংবা সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইএমএসসি।