আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সেলেবেস সাগরে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সেলেবেস সাগরতীরের দেশ ফিলিপাইনেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মধ্যে সেলেবেস সাগরের অবস্থান।
তবে এ ভূমিকম্পের ফলে কোনো দেশে সুনামি সতর্কতা জারি করা হয়নি। কারণ ভূমিকম্পের কেন্দ্র সাগরতলের অনেক নিচে ছিল। এ জন্য ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ডে অনুভূত কম্পনের তীব্রতাও ছিল কম।
ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলীয় নর্থ সুলাওয়েসি প্রদেশে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। সাঙ্গিহ দ্বীপপুঞ্জ থেকে ৩২২ কিলোমিটার দূরে এবং সাগরতলের ৬১৮ কিলোমিটার গভীরে ভূকম্পনের কেন্দ্র। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।