ইন্দোনেশীয় পুলিশ বহনকারী নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশীয় পুলিশ বহনকারী নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বিমানটির ১৩ আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শনিবার সকালে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বাংকা দ্বীপের পাংকাল পিয়াং থেকে যাত্রা করেছিল। এতে পাঁচজন ত্রু ও আট আরোহী ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি উদ্ধারকারী দল সাগর থেকে আসন, মালপত্র ও নথিপত্র উদ্ধার করেছে, এগুলো নিখোঁজ বিমানটির বলে ধারণা করা হচ্ছে। শনিবার বিকেলে রিয়াউ আইল্যান্ডের কাছে জেলেরা বিমানটির সিট ও আরোহীদের স্যুটকেসের সন্ধান পান। সেখানে কয়েকটি দেহের বিচ্ছিন্ন অঙ্গও পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান বামবাং সৌলিস্তো বলেছেন, ‘ আমরা গত রাতে তিনটি মৃতদেহের ব্যাগ পাঠিয়েছি। মৃতদেহের অঙ্গগুলো অক্ষত ছিল না। এগুলো বাটামের ভায়াঙ্কারা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আরো এক সপ্তাহ উদ্ধার তৎপরতা চলবে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার বিমানসংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনায় বেশ ত্রুটি রয়েছে বলে অভিযোগ আছে। এর আগেও বেশ কয়েকবার দেশটিতে বিমান দুর্ঘ্টনা ঘটেছে। সর্বশেষ গত সপ্তাহে বোর্নিও দ্বীপে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর আগে গত নভেম্বরে পাপুয়া অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল একটি কার্গো বিমান।