ইফতারে প্রাণ জুড়াবে আমের লাচ্ছি

ইফতারের জরুরি হচ্ছে যে কোন ধরনের পানীয়। আর সেটা যদি হয় সুস্বাদু ঠাণ্ডা ফলের শরবত তাহলে তো কথাই নেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার আমের লাচ্ছি তৈরি-

উপকরণ:
দই- এক কাপ
পাকা আম- এক কাপ (ছোট ছোট করে কাটা)
দুধ- আধ কাপ
চিনি- ৪ টেবিল চামচ এবং
বরফ কুচি- প্রয়োজন মত

প্রস্তুত প্রণালি:
সকল উপকরণ একসঙ্গে মিক্সারে মিশিয়ে নিন। এবার উপরে কিছু আমের টুকরো এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাঙ্গো লস্যি।