
ইফতারের জরুরি হচ্ছে যে কোন ধরনের পানীয়। আর সেটা যদি হয় সুস্বাদু ঠাণ্ডা ফলের শরবত তাহলে তো কথাই নেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার আমের লাচ্ছি তৈরি-
উপকরণ:
দই- এক কাপ
পাকা আম- এক কাপ (ছোট ছোট করে কাটা)
দুধ- আধ কাপ
চিনি- ৪ টেবিল চামচ এবং
বরফ কুচি- প্রয়োজন মত
প্রস্তুত প্রণালি:
সকল উপকরণ একসঙ্গে মিক্সারে মিশিয়ে নিন। এবার উপরে কিছু আমের টুকরো এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাঙ্গো লস্যি।