ইফতার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো ‘ফুড ড্রাইভ’ কর্মসূচি

করোনাভাইরাস মহামারিতে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করেছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি। রোববার (৯ মে) সংগঠনটির ‘ফুড ড্রাইভ’ নামক এই কর্মসূচিটি শেষ হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আলবার্টা হেলথের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্যালগেরির প্রায় ৭০০ প্রবাসী বাংলাদেশিকে ইফতার বিতরণ করে। ৮ এবং ৯ মে এই ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, শুভ মজুমদার, শানিলা মাহমুদ, ইসতিয়াক আহমদ, তানভীর আহমেদ জয়, মাশরুর আহমেদ, ফারজানা মাশরুর ইভা, রাশেদ উদ্দিন, খুকু রশিদ এবং হাসান রহমানসহ অনেকেই।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, ক্যালগেরির প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যারা এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাস জীবনে সবার সহযোগিতায় প্রতিনিয়ত এভাবেই আপনাদের পাশে থাকতে চাই।

সংগঠনটির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, আমাদের উদ্দেশ্য সারাবিশ্বের ক্রান্তিকালের এই মুহূর্তে কিছুটা হলেও মানবসেবায় এগিয়ে আসা। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি শুধু এই কর্মসূচিই নয়, প্রবাসী বাঙালিদের মাঝে নিয়মিত সেবা এবং বিভিন্ন জনহিতকর কাজে অংশগ্রহণ করে থাকে।