ইবি’তে এক ছাত্রের ফ্যানের সঙ্গে ঝুলে থাকা লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রের ফ্যানের সঙ্গে ঝুলে থাকা লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে আতিকুর রহমানের (২৩) লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি ১০-১১ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়ার পিটিআই রোডের রোকেয়া ভিলার ছাত্রাবাসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলানো আতিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

আতিকুর রহমানের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দিন পেটের ব্যথায় ভুগে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে তাতে উল্লেখ আছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।