ইবির ভর্তি পরীক্ষার সময়সূচি

কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সূত্র মতে, আগামী ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৪ শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ৬ হাজার ২০০ জন পরীক্ষা দিতে পারবে।

৪ ডিসেম্বর দিনের প্রথম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের এবং বাকি তিন শিফটে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ ডিসেম্বর দিনের প্রথম শিফটে আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের এবং বাকি ৩ শিফটে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬ ডিসেম্বর দিনের প্রথম ও দ্বিতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের এবং বাকি দুই শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ৭ ডিসেম্বর দিনের প্রথম ও দ্বিতীয় শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের এবং তৃতীয় শিফটে একই অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd)   থেকে জানা যাবে।