![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/কারাদন্ড.jpeg)
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে উক্ত্যক্ত করার অভিযোগে শনিবার দুপুরে শহরের নামা ছিটপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম সজিব (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান।
প্রশাসন সূত্রে, শরিফুল ইসলাম সজিব আজ সকালে পাচগাঁও দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে প্রেম প্রস্তাব ও মোবাইল ফোন উপহার দিতে যায়। সেই ছাত্রী মোবাইল ফোন নিতে অস্বীকৃতি জানায়। সজিব ওই ছাত্রীকে জোর করে মোবাইল ফোন দিতে গেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শরিফুল ইসলাম সজিব তার অপরাধ স্বীকার করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।