ইভানার মৃত্যুর বিচারের দাবিতে আইনজীবী সিয়াম

বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহম্মেদ। বর্তমানে সিনেমা ও শুটিং নিয়েই তার ব্যস্ততায় দিন কাটে। অভিনেতার বাইরে তিনি একজন আইনজীবীও। ইনকাম ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন নিয়ে কাজ করেন এ গুনী অভিনেতা।

রাজধানীর স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেন তার সহপাঠী ও শিক্ষার্থীরা। সেই মানববন্ধনে যোগ দেন নায়ক সিয়ামও।

মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়ে অভিনেতা বলেন, ‘আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তো পৃথিবীতে আসিনি। আল্লাহ আমাদের প্রেরণ করেছেন বলেই এসেছি। এই লাইফটা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। জীবনে অনেক ছোটবড় ঘটনা ঘটে। আমার মনে হয় আমরা যদি শেয়ার করতে পারি আমাদের সহকর্মী ও বন্ধুদের সাথে, টিচারদের সাথে।

নিজের লাইফটা কেড়ে নেওয়া কোনো সলিউশন নয়,সলিউশন হচ্ছে মানুষের সাথে শেয়ার করা। ডিসপ্রেশনে ভুগলে প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানের সাথে কথা বলা। আর যেন কোনো ইভানার এভাবে মৃত্য না হয়।’

ইভানার সহপাঠী, সহকর্মী ও শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করেন। বিপুল সংখ্যক আইনজীবীও অংশগ্রহণ করেন। মানববন্ধনে নায়ক সিয়াম আহমেদও অংশ নেন।

এ সময় ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার স্বামীসহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সিয়ামের সহপাঠী, সহকর্মী ও আইনজীবীরা।

সমাবেশে বক্তারা বলেন, স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মানসহ অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই ইভানার মৃত্যর মূল রহস্য বের হয়ে আসবে।

বক্তারা বলেন, ‘ইভানার মৃত্যুর ঘটনার পেছনে কারা জড়িত সেটি সামনে আসুক আর সেটাই আমরা চাই। এভাবে যেন আর কোনো ইভানাকে মৃত্যুবরণ করতে না হয় সেজন্য তার মৃত্যুর পেছনে জড়িতদের বিচারের মুখোমুখি করা হোক। ইভানাকে কেন এভাবে জীবন দিতে হলো, কেন তিনি আত্মহত্যা করলেন আমরা এ প্রশ্নের জবাব চাই’।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বারের সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট জেসমিন সুলতানা, ব্যারিস্টার মুনতাসির আহমেদ, ব্যারিস্টার অনিক আর হক, আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি, ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার, ব্যারিস্টার সিফাত মাহমুদ, ব্যারিস্টার আহমেদ নকিব করিম, অ্যাডভোকেট মাসুরা হোসাইন, ব্যারিস্টার জাকিউল হক, উদীচী শিল্পী গোষ্ঠীর আরিফ নূর, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক পারিসা শাকুর, স্কলাসটিকা স্কুলের তৌহিদ সোহরাব, কসমো স্কুলের তামান্না ফেরদৌস। উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফারজানা শম্পা, ব্যারিস্টার উপমা বিশ্বাস,ব্যারিস্টার মায়িশা ধূসরিমা প্রমুখ।