ইভিএম একটি আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতি। ডিজিটাল পদ্ধতি চালু হলে ভাল হয়

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএম একটি আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতি। ডিজিটাল পদ্ধতি চালু হলে ভাল হয়।

তবে এটা চালু করা না করা নির্বাচন কমিশনের ব্যপার। রাজনৈতিক দল হিসেবে আমাদের ডাকলে আমরা ইভিএম চালুর পক্ষে মত দেবো। আমরা ইভিএম পদ্ধতি চালু করার প্রস্তাব সমর্থন করি। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামী নির্বাচনে ইভিএম চালু করার মত দিয়েছেন।

শনিবার মহানগর নাট্যমঞ্চে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির জাতীয় কাউন্সিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রধান নির্বাচন কমিশনার করেছিলো বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যকে। বর্তমান নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ যে নামগুলো দিয়েছিলো তার থেকে একজন আছেন। বিএনপিরও একজন আছেন। তাহলে বিএনপির অসুবিধা কোথায়। সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনের সময় সরকার দায়িত্ব পালন করে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারও সেইভাবে দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘সম্প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়া নকল ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। এটি  আওয়ামী লীগের ভিশন-২০২১ ও ২০৪১ এর অনুকরণ করে আরেকটি নকল ভিশন। তারা যে ভিশন দিয়েছে তাতে জঙ্গিবাদ মোকবিলা, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো কথা নেই। জঙ্গিবাদি, সাম্প্রদায়িক অপশক্তি নিয়ে কোনো কথা নেই। তার মানে খালেদা জিয়া এদের পৃষ্ঠপোষকতা দেন। তাদের বিএনপি মদত দিচ্ছে এটা মনে করিয়ে দিয়েছেন।
বিএনপি ক্ষমতায় থাকাকালে আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আবারও ক্ষমতায় যাওয়ার জন্য ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানানো হয়েছিলো। যারা হওয়া ভবন, খাওয়া ভবন, ১ কোটি ২৩ লাখ ভোটার বানিয়েছিলো তাদের হাতে কি গণতন্ত্র নিরাপদ।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের একটি সংস্কৃতি হয়ে গেছে নির্মাণ কাজ চলার সময় তার নামকরণ হয়ে যায়। শেখ হাসিনা এই সংস্কৃতির বিরুদ্ধে। তিনি তার নামে পদ্মাসেতু করার বিষয়ে রাজি নন। শেখ হাসিনা ও শেখ রেহানা চান পদ্মানদীর নামেই সেতুর নাম থাক।’

এ কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।