ইমরানকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখে স্ত্রীর প্রতিক্রিয়া

বাস্তব জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করতেন বলিউডে ‘সিরিয়াল কিসার’ নামে পরিচিত অভিনেতা ইমরান হাশমি। কিন্তু অভিনেতাকে অনেকেই প্রশ্ন করতেন, আপনাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখার পর আপনার স্ত্রীর প্রতিক্রিয়া কী রকম হয়? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার দাম্পত্যের কিছু অংশ প্রকাশ পেয়েছে।

এক প্রতিবেদনে জানা যায়, ইমরান হাশমিরকে ঘনিষ্ঠ দৃশ্যে মেনে নিতে পারতেন না তার স্ত্রী পারভিন। ইমরান সেটা বুঝেই সে সম্পর্কে কি‌ছু বলতেন না স্ত্রীকে। কেবল ছবির গল্পটুকু বলতেন। কিন্তু ‘মার্ডার’ এর প্রিমিয়ারে বসে চমকে গিয়েছিলেন পারভিন। ও রকম ঘনিষ্ঠ দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। যা দেখে পারভিন হাশমিকে বলেছিলেন, এগুলো কী করছ তুমি? এটা আর যাই হোক, বলিউডের ধাঁচ নয়।

শুধু তাই নয়, ইমরানের হাত খামচে ধরেছিলেন তিনি। এতে রক্ত বেরিয়ে গিয়েছিল অভিনেতার হাত থেকে। নখের দাগও বসে গিয়েছিল, যা অনেক দিন পর্যন্ত দৃশ্যমান ছিল।

প্রতিবেদনে আরো বলা হয়, সে সময়ে বলিউডে সাহসী দৃশ্য নিয়ে সবাই কম বেশি কথা বলতেন। অনেকেই বিষয়টি নিতে পারতেন না।