ইমরানের ছেলেদের আন্দোলনে যোগ দেওয়া নিয়ে যা বললেন পিএমএল-এন নেতা

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সিনেটর ইরফান সিদ্দিকী বলেছেন, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলেরা যদি আইনি সীমানা মেনে চলে তবে তাদের ফিরে আসার ব্যাপারে কেউ আপত্তি করবে না। ’

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সকালের অনুষ্ঠান ‘জিও পাকিস্তান’-এ তিনি এ কথা বলেন।

ইমরান খানের বোন আলিমা খানের ‘ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমানের পিটিআইয়ের আসন্ন আন্দোলনে যোগ দেওয়ার পরিকল্পনা’ ঘোষণা করার পর এমন মন্তব্য করলেন সিদ্দিকী।

বুধবার কারবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমকে আলিমা খান জানান, ইমরান খান আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন এবং পরিবর্তে একটি পূর্ণাঙ্গ প্রতিবাদ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। যার চূড়ান্ত পর্যায়ে আগামী ৫ আগস্ট তিনি পৌঁছাতে চান। উল্লেখ্য, এদিনই তার কারবাসের দুবছর পূর্ণ হবে।

আলিমা স্পষ্ট করে বলেছেন, ‘ইমরান খানের ছেলে কাসিম ও সুলাইমান যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ফিরে এসে আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ’

এ বিষয়ে ইরফান সিদ্দিকী বলেন, ‘তিনি (ইমরান খান) তার সন্তানদের রাজনীতিতে আনতে চান, কিন্তু তাদের উপস্থিতি কোনও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে না… তার সন্তানরা পাকিস্তানে এলে কোনো ঝড় হবে না। ’

ইমরান খানের মুক্তির জন্য পিটিআইয়ের প্রতিবাদ আন্দোলন সম্পর্কে ইরফান বলেন, ‘কেউ ইমরান খানের মুক্তি নিশ্চিত করতে পারবে না। তারা ছেলেরা বা বোনেরা তার মুক্তি নিশ্চিত করতে পারবে না। তার মুক্তি তার কর্মের উপর নির্ভর করে। ’