
২০১৯ এর পর আবারও এক সঙ্গে ইমরান ও পড়শী। এক সঙ্গে অনেক গান গাইলেও ভিডও-তে তেমন একটা দেখা যায়নি এই দুই সংগীতশিল্পীকে।
২০১২ সালে তারা প্রথমবারের মতো জুটি বেঁধে কণ্ঠ দেন ‘জনম জনম’ শিরোনামের গানে। তুমুল জনপ্রিয়তা পেয়েছিল গানটি। এরপর অনেক গানে এক সঙ্গে গলা মিলিয়েছে ই দুই সংগীতশিল্পী।
জনপ্রিয় এই জুটি এবার আসছেন নতুন একটি গান-ভিডিও নিয়ে। এটির শিরোনাম ‘এক দেখায়’। ঈদকে সামনে রেখেই মূলত তাদের এই আয়োজন। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। পড়শীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
গানটিতে প্রেমিক-প্রেমিকার বেশে দেখা যাবে ইমরান ও পড়শীকে।
গানের প্রসঙ্গে ইমরান বলেন, ‘পড়শী এবং আমার কণ্ঠের সঙ্গে যায় এমন একটি গানই করেছি। ভালোবাসার এই গানটির কথা-সুরে নতুনত্ব আছে। ভিডিওসহ শ্রোতাদের ভালো লাগবে।’
এই নিয়ে পড়শী বলেন, ‘প্রায় দেড় বছর পর ইমরান ভাইয়ার সঙ্গে আমার নতুন গান আসছে। আমাদের আগের গানগুলো শ্রোতারা খুব পছন্দ করেছেন। এটি নিয়েও আমরা খুব আশাবাদী।’
গানটি আগামী ৫ মে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।