ইমরান এইচ সরকারকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : বুধবার রাত ১১টার দিকে তাকে র‌্যাব-৩-এর কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্ণেল এমরানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। লে. কর্নেল এমরানুল হাসান বলেন, ‘শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, দেশব্যাপী চলমান মাদকবিরোধী কর্মসূচি ঘিরে বিকেল চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের একটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইমরানকে সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে আটক করে নিয়ে যাওয়া হয়।