
নিজস্ব প্রতিবেদক : বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান রাইজিংবিডিকে বলেন, ‘বুধবার বিকেলে শাহবাগে মাদকবিরোধী অভিযানে ‘‘বিনা বিচারে হত্যা’’র প্রতিবাদে পূর্বঘোষিত সমাবেশ শুরু করে গণজাগরণ মঞ্চ। কিন্তু তাদের এ সমাবেশ করার কোনো ধরনের অনুমতি ছিল না। তাদের সরে যেতে বলা হয়। কিন্তু না সরায় ইমরানকে গ্রেপ্তার করা হয়।’ ঘটনাস্থলে উপস্থিত গণজাগরণ মঞ্চের সদস্যরা অভিযোগ করেন, পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে ইমরান এইচ সরকার বিকেল ৪টায় আসেন শাহবাগে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একটি মাইক্রোবাসে সাদা পোশাকে সাত-আটজন র্যাব সদস্য ‘একটু যেতে হবে’ বলে ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে যায়। এ সময় র্যাবের চারটি গাড়ি ছিল। গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র্যাব সদস্যরা লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন। এর মধ্যে ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে কথা বলতে এসেছিলাম। কিন্তু ইমরান এইচ সরকারকে এভাবে তুলে নিয়ে যাবে, এটা ঠিক নয়। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা বলেনি র্যাব। আমরা এর প্রতিবাদ করছি। একই সঙ্গে ইমরানকে বিনাশর্তে মুক্তি দিতে হবে।’
অবৈধভাবে জনসমাবেশ করায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, ফেসবুকে একটি ইভেন্ট ক্রিয়েট করে বুধবার বিকেলে মাদকবিরোধী অভিযানে ‘‘বিনা বিচারে হত্যা’’র প্রতিবাদে শাহবাগে সমাবেশে করতে জড়ো হন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।