ইমামকে মাদরাসা থেকে অপসারণের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

আজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদরাসার শিক্ষক আব্দুল আজিজকে অপসারণের প্রতিবাদে পুর্নবহালের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লী স্থানীয় গ্রামবাসী। শনিবার সকালে জেলা শহরের ফুলবাগান নতুনপাড়ায় মাদরাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী শংকরবাটি চারতলা জামে মসজিদের মুসল্লীরা। এসময় বিভিন্ন অনিয়মদুর্নীতির অভিযোগ তুলে ধরে ২৪ ঘন্টার মধ্যে মাদরাসার প্রিন্সিপাল মাহবুবুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা৷ 

মানববন্ধনে বক্তারা বলেন, শংকরবাটি চারতলা জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ একইসাথে দীর্ঘদিন ধরে নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদরাসার শিক্ষক হিসেবে সম্মানের দায়িত্ব পালন করছিলেন৷ কিন্তু হঠাৎ করেই কোন কারন ছাড়াই অনৈতিক অবৈধভাবে তাকে অপসারণ করেছেন মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতসহ নিজের অনিয়মদুর্নীতি ঢাকতেই তাকে অপসারণ করা হয়েছে। আব্দুল আজিজ ছাড়াও আরও তিন শিক্ষককে একইভাবে সরিয়েছেন প্রিন্সিপাল মাহবুবুর রহমান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. মিন্টু, মো. মানিক, আশরাফুল হক, নুরআলম, মো. শামিম ইসলাম, মো. আনজার আলী, মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা।