জ্যেষ্ঠ প্রতিবেদক : সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার, অনুসারীদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।
পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ একথা বলেন।
তিনি বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হজরত ইমাম হোসাইন (রা.) তার পরিবার ও অনুসারীরা ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।
‘‘জাতীয় জীবনে কারবালার এই শোকাবহ ঘটনা এবং পবিত্র আশুরার শাশ্বত বাণী প্রতিফলন ঘটাতে পারলেই সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে, সত্য ও সুন্দরের পথে চলতে সাহায্য করবে।’