আবুল হাসান বেল্লাল,অনুসন্ধানী প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ইমারতের ব্যতয়,বিচ্যুতি রোধকল্পে ইমারতের মালিকগনকে ‘অকুপেন্সি সনদ’ গ্রহনে উদ্ভুদ্ধকরনে অনুমোদিত নক্সা অনুযায়ী ইমারতের নির্মান কাজ নিশ্চিত করাসহ যথা সময়ে অকুপেন্সি সনদ গ্রহন পূর্বক নির্মিত বা নির্মানাধীন ভবন ব্যবহার বা হস্তান্তর করন সংক্রান্তে স্থপতি, প্রকৌশলী বৃন্দের সাথে মতবিনিময় ও অবহিত করন সভা ১ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ তারিখ সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ২ঃ৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর উত্তরা সিসেল পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রাজউক উত্তরা ২ জোনের পরিচালক আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার সদস্য (এস্টেট ও ভূমি) মোঃ আমজাদ হোসেন খান,রাজউক কর্তৃপক্ষের (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সদস্য সায়ীদ নুর আলম,রাজউক কর্তৃপক্ষের (প্রশাসন ও অর্থ ) সদস্য মোঃ রোকন উদ-দৌলা,রাজউক কর্তৃপক্ষের (পরিকল্পনা ) সদস্য আবুল কালাম আজাদ, রাজউক কর্তৃপক্ষের (উন্নয়ন)সদস্য (মেজরপ্রকৌশলী) অবঃ সামসুদ্দীন আহম্মেদ চৌধুরীসহ প্রকৌশলী ও আর্কিটেকচারবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেনরাজউক কর্তৃপক্ষ উত্তরা জোন ২ এর অর্থোরাইজড অফিসার ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম।

আয়োজিত অনুষ্ঠানে বক্তরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)এর আওতাধীন রাজধানী ঢাকাসহ তৎসংলগ্ন এলাকাকে পরিকল্পিত বাসযোগ্য, টেকসই এবং পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে তোলা। যথাযথ পরিকল্পনা প্রনয়ন,পরিকল্পনার আলোকে উন্নয়ন কার্যক্রম গ্রহন,বাস্তবায়,উন্নয়ন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাসহ রাজউকের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ইমারত নির্মান আইন ১৯৫২ ও তৎসংশোধীত আইন,প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০,বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধি মালা ২০০৪,রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা ২০১১,ঢাকা মহানগর ইমারত(নির্মান,উন্নয়ন, সংরক্ষণ ও অপসারন) বিধিমালা ২০০৮ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড( BNBC) অনুযায়ী উন্নয়ন নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন বিষয়ে আলোচনা করেন।
বক্তরা আরো বলেন,রাজউকের আওতাধীন এলাকার আয়তনের সার্থে কর্মরত প্রশিক্ষিত ও দক্ষ জনবলের সংখ্যা এবং বিদ্যামান লজিস্টিক সার্পোট,নির্মিত বা নির্মাধীন ইমারতের সংখ্যা ও ইমারতের ব্যবহারের তুলনায় অপ্রতুল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং ইমারতের মালিকগনের আইন ও বিধি না মানার প্রবনতার কারনে মনিটরিং অথোরিটি হিসেবে রাজউকের একার পক্ষে এ সকল বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকুলতার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সরকারী সংস্থা, বাংলাদেশের পেশাজীবি প্রতিষ্ঠান এবং সকল শ্রেনীর কারিগরী ব্যক্তিবর্গের সংক্রীয় সহযোগিতা পাওয়া গেলে কাঙ্খিত সফলতা অর্জন করা সম্ভব। এক্ষেত্রে রাজধানী ঢাকাসহ এর আশেপাশের সব এলাকাকে বাসযোগ্য, টেকসই এবং পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে আইন,বিধি ও কোড মেনে ইমারত নির্মান কাজ করা এবং একই সাথে ইমারতের অনুমোদিত ব্যবহার নিশ্চিত করা জরুরী। নতুবা শুধু মাত্র আদেশ প্রয়োগের মাধ্যমে কোন ভাবেই একটি টেকসই এবং পরিবেশ বান্ধব নগরী বাস্তবায়ন সম্ভব নয়।


