ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল ম্যাক্স এসিসি ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন । সোমবার ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমার্জিং টিমস এশিয়া কাপ-২০১৭ এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় । দিবা-রাত্রির এই ম্যাচে দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শক্তিশালী বোলিং লাইন আপের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। দলীয় ২৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানে হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে পাকিস্তানি ক্রিকেটাররা । শতরান পার হওয়ার আগেই দলীয় ৮৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রেজওয়ানের দল। কিন্তু ৮ম উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন হাম্মাদ আজম ও ওসামা মীর। দুজনের ৪৭ রানের জুটিতে ১০০ অতিক্রম করে পাকিস্তান।

কিন্তু ১৩২ রানে দলীয় এই জুটি ভাঙতেই নির্ধারিত ওভারের পূর্বেই ৪২.১ ওভারে ১৩৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২৬, উসামা মীর ২৬, হাম্মাদ আজম ২৫, খুশদিল শাহ ২০, বিলাল আসিফ ১১ ও হুসাইন তালাত ১০ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শিহান জয়সুরিয়া। ওয়ানিদু হাসারাঙ্গা ও চামিকা করুণারত্নে ২টি করে উইকেট নেন। এছাড়া আসিথা ফার্নান্দো, আমিলা আপোনসো, লাহিরু সামারাকুন ১টি করে উইকেট নেন।

জবাবে পাকিস্তানের দেওয়া ১৩৪ রান জয়ের টার্গেটে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কোন প্রকার অঘটন না ঘটিয়ে ১৫৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা । তবে ৯৮ রানে সাদিরা সামিরাবিকরামার (৪৫) দলীয় পঞ্চম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ডি সিলভা আর ভিতঙ্গার অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটিতে ২৩.৫ ওভারে পাঁচ উইকেটেই কাঙ্খিত রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সাদিরা সামারাবিকরামা। লঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৪২ বলে ৮টি চারের মার মারেন। এছাড়া দুই অপরাজিত ব্যাটসম্যান কিথুরুয়ান ভিতানাগে ২০ ও ওয়ানিদু হাসারাঙ্গা ২২ রান করেন। আভিষেকা ফার্নান্দো যোগ করেন ১৭ রান ।

পাকিস্তানের পক্ষে সামিন গুল ২টি উইকেট লাভ করেন। এছাড়া গুলাম মুদাসসার, জাফর গওহর ও উসামা মীর ১টি করে উইকেট নেন।

ইমার্জিং টিমস কাপ ফাইনাল অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিহান জয়াসুরিয়া। আর ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন চ্যারিথ আসালাঙ্কা।

এর আগে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ১২৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল।