
আন্তর্জাতিক ডেস্ক : মসুল শহরের কাছে বাস্তুচ্যুত ইরাকিদের আশ্রয়শিবিরে খাদ্যে বিষক্রিয়ায় দুজন মারা গেছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৭৫০ জন।
বাস্তুচ্যুত লোকজনবিষয়ক ইরাকের সংসদীয় কমিটির সদস্য ও আইনপ্রণেতা জাহেদ খাতোউন মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সোমবার ইফতারের খাবার খাওয়ার পর অনেকে বমি করতে শুরু করেন এবং অনেকে পেটের পীড়ায় আক্রান্ত হন।
ইরাকের স্বাস্থ্যমন্ত্রী বার্তাসংস্থা এপিকে বলেছেন, এ ঘটনায় এক বালিকা ও এক নারী মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৭৫০ জন।
আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
একটি বেসরকারি সংস্থা (এনজিও) আইডিপি নামে এই আশ্রয়শিবিরে খাবার বিতরণ করেছিল। ঘটনার পর ইরাকি কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করার ঘোষণা দিয়েছে।
ইরবিলের মেয়রকে উদ্ধৃত করে কুর্দিস নিউজ এজেন্সি রুড জানিয়েছে, খাবার সরবারহকারী রেস্তরাঁর মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
মসুল ও ইরবিলের মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কের আল-খাজের এলাকায় আশ্রয়শিবিরটির অবস্থান। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে মসুল শহর পুনরুদ্ধার করার ইরাকি সরকারের অভিযানে যে ইরাকি লোকজন বাস্তুচ্যুত হয়েছে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে এই আশ্রয়শিবিরে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, বর্তমানে এই আশ্রয়শিবিরে প্রায় ৬ হাজার বাস্তুহারা লোকজন বাস করছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত মসুল শহর থেকে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আইএস হটিয়ে মসুল পুনর্দখলের অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোট। মানবাধিকারকর্মীরা বারবার হুঁশিয়ার করছেন, এ লড়াইয়ে বলি হতে পারে সাধারণ মানুষ। তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানানো হয়েছে।