আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রত্যন্ত শহর রুৎবায় হামলা চালিয়েছে। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মসুল শহর পুনর্দখল করতে ইরাকের সরকারি বাহিনী যখন ব্যাপক অভিযান চালাচ্ছে ঠিক তখন আইএস এই শহরে হামলা চালালো। ধারণা করা হচ্ছে সরকারি বাহিনীর মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করার জন্যই আইএস এ হামলা চালিয়েছে।
রুতবা শহরের মেয়র বলেছেন, আইএস শহরের তিন দিক দিয়ে হামলা চালিয়েছে। তিনি এ হামলাকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন।
এদিকে কুর্দি পেশমারগা বাহিনী জানিয়েছে, তার মসুলের উত্তর-পূর্বে নতুন করে হামলা চালিয়েছে। তারা মসুলের কাছাকাছি বাশিকা শহরটি দখল করে নিয়েছে।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরাকের কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টারকে জানিয়েছেন ইসলামিক স্টেটের কাছ থেকে কুর্দি বাহিনী বাশিকাকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
কুর্দি পেশমার্গা বাহিনী জানিয়েছে, তারা শহরের ভেতরে প্রবেশ করেছে। তবে শহরটিতে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।