ইরাকের মসুলে চরম বিপদে ১ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বসবাসরত বেসামরিক নাগরিকরা চরম বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। এখানে আটকে পড়া প্রায় এক লাখ শিশুও একই পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে গত বছর অক্টোবর থেকে মসুলে অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। জানুয়ারিতে আইএসকে হটিয়ে মসুলের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় ইরাকের সেনাবাহিনী। তবে পূর্ব মসুলের কিছু কিছু এলাকা এখনও আইএসর নিয়ন্ত্রণে রয়েছে। এই এলাকাগুলো পুনরুদ্ধারে ২৭ মে থেকে নতুন করে অভিযানে নেমেছে ইরাকি বাহিনী। আইএস বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় অভিযান শেষ হতে সময় বেশি লাগছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সোমবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আইএস শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। লড়াইয়ের সময় গোলাগুলির মধ্যে পড়েও অনেক শিশু মারা যাচ্ছে। অনেক শিশুকে লড়াইয়ে অংশ নিতে বাধ্য করছে আইএস। এছাড়া হাসপাতাল ও ক্লিনিকগুলোও হামলার কবলে পড়ছে।

ইউনিসেফ বলেছে, ‘আমরা পশ্চিম মসুল থেকে শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যার মতো উদ্বেগজনক খবর পাচ্ছি। অনেকে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদেরকেও হত্যা করা হচ্ছে।’

রয়টার্স টিভির এক কর্মী শনিবার মসুলের আইএস নিয়ন্ত্রিত যুদ্ধ বিক্ষুব্ধ এলাকায় সড়কে অনেক বেসামরিক নাগরিকের মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। এদের মধ্যে শিশুও রয়েছে। মৃতদেহগুলো অবস্থা দেখে মনে হচ্ছে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।