আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের দুটি শহরে বিস্ফোরক ভর্তি দুটি অ্যাম্বুলেন্স নিয়ে পরিচালিত আত্মঘাতী হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় অর্ধশত।
রোববার দেশটির তিকরিত শহরের একটি তল্লাশি চৌকি এবং সামারা শহরে শিয়াদের পবিত্র স্থান আল-আসকারি মসজিদের গাড়ি রাখার জায়গায় এ চালানো হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, তিকরিতের দক্ষিণে শহরের প্রবেশ পথে সকালের ব্যস্ত সময়ে বিস্ফোরক ভর্তি একটি অ্যাম্বুলেন্সের বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। এতে ১৩ জন নিহত হয়।
অপর হামলাটি হয়েছে তিকরিতের দক্ষিণে সামারায় শিয়াদের অন্যতম পবিত্র মাজার আল আসকারি মসজিদের গাড়ি রাখার স্থানে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বোমা হামলায় মাজারে আসা দুই ইরানি নাগরিকসহ অন্তত আটজন নিহত হয়েছে। যে গাড়িটি দিয়ে বোমা হামলা চালানো হয়েছে সেটিও অ্যাম্বুলেন্স ছিল বলে জানিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ইউনিট। আরো হামলার আশঙ্কায় দুটি শহরেই সান্ধ্য আইন জারি করা হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আইএসের মুখপত্র আমাক নিউজ জানিয়েছে, সামারায় দুটি আত্মঘাতী হামলা চালানো হয়েছে। প্রথম হামলাটি চালানো হয় গাড়িবোমা দিয়ে। এ হামলায় যারা বেঁচে গিয়েছিল তাদেরকে হত্যা করতে পরে আত্মঘাতী হামলাকারী নিজের সঙ্গে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়। তিকরিতে যে হামলাটি চালানো হয়েছে তাতে গাড়িবোমা ব্যবহৃত হয়েছে।