
ইরাকের একটি করোনা হাসপাতালে সোমবার (১২ জুলাই) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা ৬৭ জন। খবর বিবিসি ও আল জাজিরার।
সংবাদমাধ্যমগুলো জানায়, ইরাকের একটি হাসপাতালের করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক চেষ্টার পর গভীর রাতেই সেই আগুন নিয়ন্তণে আনা হয়।
অগ্নিকাণ্ডের মূল কারণ এখনও উৎঘাটন করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।