ইরাকে সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ নিহত

ইরাকের উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।

পুলিশ জানায়, রোববার কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দূরে আল রাশাদ এলাকায় একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালায় ইসলামিক গোষ্ঠী আইএস। পুলিশ আইএসকে দায়ী করলেও সংগঠনটি এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

ইরাকের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলাটি চালানো হয়। খবর এএফপির।

ইরাকি পুলিশের ওই কর্মকর্তা বলেন, তল্লাশিচৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।