ইরানে চলমান বিক্ষোভের সময় দেশটির কর্তৃপক্ষের হাতে এক কানাডীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কানাডা। এক প্রতিবেদনে ফরাসি সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আমি জানতে পেরেছি যে ইরানে ইরানি কর্তৃপক্ষের হাতে একজন কানাডীয় নাগরিক নিহত হয়েছেন।’
অনিতা আনন্দ আরও বলেন, ‘দমন-পীড়ন ও চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের কণ্ঠস্বর শোনানোর জন্য ইরানি জনগণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। কিন্তু এসব বিক্ষোভের জবাবে ইরান সরকার নির্লজ্জভাবে মানবজীবনের প্রতি অবহেলা দেখিয়েছে।’
অনিতা দাবি করেন, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কানাডার কনস্যুলার কর্মকর্তারা। কিন্তু ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, অটোয়া মনে করছে ওই কানাডীয় নাগরিক বিক্ষোভ চলাকালে ইরানি কর্তৃপক্ষের হাতে নিহত হয়েছেন।
এক পৃথক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কনস্যুলার কর্মকর্তারা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কানাডায় যোগাযোগ রেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানে বিক্ষোভকারীদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে কানাডা।’
উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানি হয়েছে।


