ইরানের জলসীমার দিকে যুক্তরাষ্ট্রের আরও একটি শক্তিশালী নৌবহর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো এই অঞ্চলে প্রবেশ করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্যে ট্রাম্প জানান, একটি ‘অত্যন্ত শক্তিশালী’ নৌবহর বর্তমানে ইরানের দিকে যাচ্ছে। তবে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তিনি তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “একটি সুন্দর নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি তারা (ইরান) শেষ পর্যন্ত আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।”
ট্রাম্প আরও দাবি করেছেন যে, ইরান নিজেই চুক্তি করতে আগ্রহী এবং তারা ইতিমধ্যে কয়েকবার যোগাযোগের চেষ্টাও করেছে।
সংবাদমাধ্যম এক্সিওস-এর বরাতে বলা হয়েছে যে, এই নৌবহরটি এর আগে ভেনেজুয়েলার কাছে মোতায়েন ছিল। তবে এখানে একটি বড় তথ্যের অসংগতি রয়েছে— ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা অপহরণ করে নিয়ে আসার কোনো স্বীকৃত ঘটনা ঘটেনি। এটি আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে একটি বড় ধরনের ভুল তথ্য হতে পারে। মূলত ভেনেজুয়েলা উপকূলে চাপের পর এখন মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধি করছে ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যে এখন দুটি মার্কিন নৌবহর অবস্থান করছে। দ্বিতীয় কোন নৌবহরটি পাঠানো হচ্ছে, তা এখনো স্পষ্টভাবে জানায়নি হোয়াইট হাউস।
এর মধ্যেই ইরান তাদের আকাশসীমা বন্ধ করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে।


