
গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলছে, গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল ঘোষিত নতুন মূল্যায়নটি গণমাধ্যমে ফাঁস হওয়া পেন্টাগনের একটি গোপন প্রতিবেদনের থেকে আলাদা বলে মনে হচ্ছে। এর আগে ফাঁস হওয়া ওই প্রতিবেদনে বলা হয় যে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস’ হয়নি এবং মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে।
ফাঁস হওয়া প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত।
বুধবার এক সংবাদ সম্মেলনে জানান পার্নেল বলেন, প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা মূল্যায়ন হলো, আমরা তাদের সময়সূচি কমপক্ষে এক থেকে দুই বছর পিছিয়ে দিয়েছি
যদিও এই দাবির পক্ষে কোনো নতুন প্রমাণ বা নথিপত্র দেওয়া হয়নি।
২২ জুন মার্কিন সামরিক বোমারু বিমান বাংকার-ধ্বংসকারী বোমা ব্যবহার করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর তথ্য জানানো হয়।
এরপর থেকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং কর্মকর্তারা ইরানি স্থাপনাগুলোর ক্ষতির পরিমাণ সম্পর্কে ভিন্ন ভিন্ন এবং কখনো কখনো পরস্পরবিরোধী তথ্য দিচ্ছেন।