
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইলের প্রায় ৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ইসরাইলের আনুমানিক আর্থিক ক্ষয়ক্ষতির এ তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, ইসরাইলি সরকার অনুমান করেছে যে, ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় ৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, ইরান প্রায় দুই সপ্তাহের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল। যার ফলে ইসরাইলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমন করে। ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্র নাতানজ, ফোরদো এবং ইসফাহানে—তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
গত ১৩ জুন ইসরাইলের হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের বিরতি হয়।
তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি