ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের হুমকি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে দেশটিতে চলমান ভয়াবহ বিক্ষোভ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে।

শুক্রবার ১৬ জানুয়ারি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলামহোসেইন দারজি নিরাপত্তা পরিষদকে বলেন, ইরান সংঘাত বা উত্তেজনা চায় না। তবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো আগ্রাসনের জবাব জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় “আনুপাতিক, সিদ্ধান্তমূলক ও আইনসম্মতভাবে” দেওয়া হবে।
তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত থাকার অভিযোগও তোলেন।

মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ বৈঠকে ইরানি সরকারের বিক্ষোভ দমনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দমন-পীড়নের প্রকৃত চিত্র যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ওয়াল্টজের ভাষায়, “ইরানের জনগণ এমন স্বাধীনতা দাবি করছে, যা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।”

তিনি আরও বলেন, বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করা ইরানি সরকারের নিজেদের জনগণের প্রতি ভয়কে প্রকাশ করে।

জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবি কাউন্সিলকে জানান, ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশব্যাপী অস্থিরতায় রূপ নিয়েছে এবং গত প্রায় তিন সপ্তাহে উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে মুদ্রার তীব্র পতন, উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকানদারদের বিক্ষোভ থেকেই পরিস্থিতির অবনতি শুরু হয়।

পোবি জানান, মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্যমতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ইরানে ১৮ হাজারের বেশি মানুষ আটক রয়েছেন, যদিও জাতিসংঘ এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তিনি বন্দীদের মানবিক আচরণ নিশ্চিত করা এবং বিক্ষোভ-সংক্রান্ত মামলায় যেকোনো মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে সব মৃত্যুর স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি করেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ফাঁসির কোনও পরিকল্পনা নেই। এ ধরনের প্রশ্নই ওঠে না।”

বৈঠকে ইরানি-আমেরিকান সাংবাদিক ও সরকার সমালোচক মাসিহ আলিনেজাদসহ ইরানি নাগরিক সমাজের দুই প্রতিনিধি বক্তব্য দেন। তারা ইরানে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাৎক্ষণিক ও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আলিনেজাদ বলেন, আপনারা আমাকে তিনবার হত্যা করার চেষ্টা করেছেন। আমার অপরাধ শুধু এটুকুই—আমি আপনাদের হাতে নিহত নিরীহ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছি।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্বের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা, যাদের বিক্ষোভ দমনের নৃশংস প্রতিক্রিয়ার স্থপতি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়েছে, যা সাম্প্রতিক ব্যাপক জনবিক্ষোভের অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।