আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য আলোচনা তার সরকারের এজেন্ডায় রয়েছে, কিন্তু সেগুলো পশ্চিমা দেশগুলোর “চাপের” অধীনে রাখা উচিত নয়।
রাইসি শনিবার রাতে দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ফ্রান্স এবং জার্মানি – চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের দুটি দেশ – রাইসি ক্ষমতায গ্রহণের পর থেকে ইরানকে আলোচনায় বিরতির পর আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে।
পশ্চিমাদের চাপকে অগ্রাহ্য করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, নতুন সরকার নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে চায়, তবে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
২০১৫ সালের পরমাণুবিষয়ক চুক্তি নিয়ে কথা বলতে চায় ইরান। তিনি আরও বলেন, ইস্যুটি নিয়ে কথা বলা আমাদের এজেন্ডায় রয়েছে। তবে আমরা আমাদের লক্ষ্যকে কেন্দ্র করেই এগোবো, ইরানিয়ানদের ওপর থেকে নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়।
এর আগে ফ্রান্স এবং জার্মানি ইরানকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার আহবান জানায়।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের সম্পাদিত ঐতিহাসিক পরমাণু চুক্তি রুহানির সবচেয়ে বড় অর্জন ছিল। এখন এ চুক্তি পুনরুজ্জীবিত করার দায়িত্ব রাইসির কাঁধে।
সূত্রঃ খবর রয়টার্স


