নিজস্ব প্রতিবেদকঃ ইসকনবিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশাসনের পক্ষ থেকে “সন্ত্রাসী কর্মকাণ্ড” আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ। আজ ২৭ অক্টোবর ২০২৫, সোমবার বিকেলে উত্তরার মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক মূখ্য সংগঠন (বৈবিছাআ) তুরাগের সরদার রিয়াদ। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ অক্টোবর ২০২৫ বাদ জুমা “ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের” দাবিতে সাধারণ ছাত্রজনতা ব্যানারে উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় পুলিশ বক্স থেকে ১১ নম্বর সেক্টর চৌরাস্তা পর্যন্ত একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হয়ে বিকাল ৩টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কোনো উসকানিমূলক বক্তব্য বা আচরণ করা হয়নি। কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
কর্মসূচি শেষে উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম এর সঙ্গে আয়োজকদের আলাপ হয়। তারা বলেন, প্রশাসনের উপস্থিতি প্রমাণ করে যে কর্মসূচিটি ছিল সম্পূর্ণ বৈধ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক অধিকারের চর্চার অংশ। আয়োজকরা অভিযোগ করেন, একটি ভিডিও বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হয়েছে, যা ধর্মীয় বিভাজন সৃষ্টি ও সাধারণ মানুষকে ভুল তথ্য দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে— যা নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও জানান, উক্ত ঘটনাকে কেন্দ্র করে তুরাগ থানায় দায়ের করা মামলায় এজাহারনামীয় একজনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে বৃহত্তর উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ চার দফা দাবি উপস্থাপন করেন—
১️,শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশাসনের পক্ষ থেকে “সন্ত্রাসী কর্মকাণ্ড” হিসেবে আখ্যা দেওয়ার ঘটনাটি তদন্ত করে প্রশাসনের ভেতরে থাকা ইসকনপন্থী দালালদের চিহ্নিত করে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।
২️, তুরাগ থানায় দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলাটি নিঃশর্তে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৩️, বিভ্রান্তিকর ও ধর্মীয় উস্কানিমূলক সংবাদ প্রচারকারী সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪️, ভবিষ্যতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হয়রানি বা ভীতিপ্রদর্শনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা ৪৮ ঘণ্টার মধ্যে দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, “আমরা বিশ্বাস করি, রাষ্ট্রীয় সংস্থাগুলো সত্য অনুসন্ধান করলে খুব সহজেই প্রমাণিত হবে যে উত্তরার সাধারণ ছাত্রজনতা আইন মেনে শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করেছেন— যা বাংলাদেশের সংবিধানে প্রদত্ত একটি মৌলিক অধিকার।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরদার রিয়াদ বলেন, “গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলাম একজন শিল্পী, তিনি আলেম নন। তিনি আবেগের বশবর্তী হয়ে কাজটি করেছেন— আমরা সেই কাজের সমর্থন করি না। তিনি যতটুকু অন্যায় করেছেন, তার বিচার আইন অনুযায়ী হবে।”


