ইসরাইলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে: ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেইন সালামি ইসরাইলকে হুঁশিয়ার করে বলেছেন, ইসরাইলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলের মুসলমানদের রক্ষার জন্য।

সালামি দামেস্ক এবং কুনেইত্রা অঞ্চলের কাছাকাছি ইসরাইলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি ‘অসহনীয়’ হয়ে উঠেছে।

সালামি ইসরাইলকে সতর্ক করে আরও বলেন, ইসরাইলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে।

প্রসঙ্গত, বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। শুধু বিমান হামলাই নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেওয়ার চেষ্টা করছে দেশটি।

ইসরাইলের দাবি, আত্মরক্ষার জন্যই তারা এ হামলা করছে। সিরিয়ার ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদার সম্পৃক্ততা রয়েছে।