আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ফার্স্ট লেডি সারা নেতানিয়াহু প্রতারণার মামলার মুখে রয়েছেন।
দেশটির শীর্ষ সরকারি আইনজীবী অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলায় চার্জ গঠনের বিষয়ে ভাবছেন এবং বিচার-পূর্ব শুনানিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
ইসরায়েলের বিচার মন্ত্রণালয় বলেছে, ফার্স্ট লেডি সারা নেতানিয়াহু ক্যাটারিং বাবদ রাষ্ট্রীয় তহবিলের ৩ লাখ ৫৯ হাজার শেকেল (৭৭ হাজার ডলার) অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, তার স্ত্রীর বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ ‘অবাস্তব’।
অ্যাটর্নি জেনারেল অ্যাভিচাই ম্যান্ডেল্বলিটের সারা নেতানিয়াহুর বিরুদ্ধে চার্জ গঠনের ঘোষণা খুবই শক্তিশালী পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে অভিযোগের তদন্ত চলছে। এটি ইসরায়েলি গণমাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত ইস্যু।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারি বাসভবনে খাবারের বন্দোবস্ত নিয়ে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত বাসভবনের খাবার প্রস্তুতের জন্য বাবুর্চি ভাড়া করা হয় এবং বাইরে থেকে খাবার সংগ্রহ করা হয়। এ সময়ে রাষ্ট্রীয় তহবিলের ব্যাপক অপচয় হয়েছে বলে অভিযোগ উঠলেও ফার্স্ট লেডি বলছেন, এ অভিযোগ ঠিক নয়।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন