
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে যখন অনেক দেশ হিমশিম খাচ্ছে তখন সে সময় বাহিরে মাস্ক পড়া বাধ্যতামূলক তুলে দিয়েছে ইসরায়েল। তাছাড়া রবিবার থেকে সকল স্কুল পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গণহারে মানুষকে ভ্যাকসিন প্রয়োগের পর সকলের জীবনযাত্রা স্বাভাবিক করতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্সের।
ইসরায়েল ৯৩ লাখ জনসংখ্যার অন্তত ৫৪ শতাংশ মানুষের শরীরে ফাইজার-বায়োএনটেকের দুটি ডোজই প্রয়োগ করা হয়েছে। তার ফলে সেখানে করোনার সংক্রমণ অনেক কমে গেছে।
গত বছরে বাইরে মাস্ক পরা পুলিশ বাধ্যতামূলক করেছিল। রোববার থেকে এই বাধ্যবাধকতা তুলে নেয়া হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইনডোরে জন পরিসরে মাস্ক পরার নিয়ম অব্যাহত থাকবে। নাগরিকদের হাতে মাস্ক রাখার জন্যও অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
ইসরায়েলের কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্লাস শুরু করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা যারা এতদিন বাসায় বা সীমিত পর্যায়ে ক্লাস করতো তারাও মহামারি-পূর্বের সূচিতে ক্লাস করা শুরু করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুলগুলোর উচিত ক্লাসের সময়ে ও বিরতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনে চলতে উৎসাহ দেয়া, ক্লাসরুমে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করা ও যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা করা।
ইসরায়েল পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের তাদের জনসংখ্যার অন্তর্ভুক্ত মনে করে এবং সেখানেও ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পশ্চিম তীর ও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ৫২ লাখ জনগনের জন্য সীমিত পরিসরে ভ্যাকসিন সরবরাহ করছে ইসরায়েল, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বৈশ্বিক কোভ্যাক্স প্রকল্প ও চীন।