ইসরায়েল হামলা চালিয়েছে সিরিয়ার বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অস্ত্র সরবরাহ গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিমানবন্দরটি রাজধানী থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। বিস্ফোরণের পরপর বিশাল আগুনের কুন্ডুলি দেখা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের কাছে ওই অস্ত্র গুদামে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর জন্য অস্ত্র মজুদ করা হতো। সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান এসব অস্ত্র বাণিজ্যিক ও সামরিক বিমানে করে সেখানে পাঠাতো।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রদান রামি আব্দেল রহমান জানিয়েছেন, বিস্ফোরণের মাত্রা ছিল ব্যাপক। দামেস্কে বসেও এর আওয়াজ পাওয়া গেছে।