ইসলামপুর থেকে কোটি টাকার বন্ডের কাপড়সহ একটি ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইসলামপুর থেকে কোটি টাকার বন্ডের কাপড়সহ একটি ট্রাক জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।

রোববার গভীর রাতে টহলকালে ইসলামপুর থেকে ট্রাকভর্তি বন্ডের কাপড় জব্দ করা হয়েছে।

সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, শুল্ক গোয়েন্দার দল গভীর রাতে টহলকালে ইসলামপুর থেকে ট্রাকভর্তি বন্ডের কাপড় আটক করে। প্রাথমিকভাবে জানা যায়, চালানটি চট্টগ্রাম বন্দর থেকে শুল্কমুক্তভাবে (আইএম৭) খালাস করে খোলাবাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইসলামপুরে আনা হয়। বন্ডের এই কাপড় টঙ্গীর মাসটেক্স ইন্ডাস্ট্রিজ নামের গার্মেন্টস ফ্যাক্টরির। পণ্যের মোট মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দকৃত ট্রাকটি এনবিআরে রাখা হয়েছে।