ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অনার্স ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

শিক্ষা ডেস্কঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত ৭৩টি অনার্স মাদরাসায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাজিল অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর বরাত দিয়ে বলা হয়েছে, পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষে মোবাইল সেট, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

বলা হয়েছে, ভর্তি পরীক্ষার মান ১০০ নম্বর নির্ধারিত রয়েছে। এরমধ্যে ৮০ নম্বরের এমসিকিউ (বহুনিবার্চন) পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে দাখিল ও আলিম বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের (৪র্থ বিষয়সহ) যথাক্রমে ১০ ও ১০ যোগ করে ছাত্র-ছাত্রীর ভর্তির মেধা তালিকা তৈরি করা হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০ শতাংশ। অর্থাৎ লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ৩২ নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।

এ ছাড়াও আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাদরাসাসমূহ ও সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।