ইসলামী ব্যাংকের ৩১৪ তম শাখা উদ্বোধন

অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর দনিয়ায় উদ্বোধন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩১৪ তম শাখা।

রোববার নতুন এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন বলেন, ইসলামী ব্যাংক বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। ইসলামী নীতিমালা, প্রচলিত আইন এবং সকল নিয়ম-কানুন যথাযথ পরিপালনের মাধ্যমে এ ব্যাংক সব শ্রেণিপেশার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাসান মুহাম্মদ মঈনুদ্দীন, দনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য হাসান মোহাম্মাদ জাহাঙ্গীর, বর্ণমালা স্কুল ও কলেজের গভর্নিং বোর্ডের সদস্য মো. আবদুল কুদ্দুস প্রমুখ।